রবিবার, ২৮ জুলাই, ২০২৪

টানা ১১ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট।


 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা।


রোববার (২৮) বিকেল ৩টা থেকে সারা দেশে এ সেবা চালু করা হয়।


এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে বিকেল ৩টার দিকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে বলে জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠকে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া মোবাইল অপারেটর, বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

পলক  বলেন, ‘সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আজ বিকেল ৩টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারব। বিকেল ৩টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার, আমরা তা সবসময় দেব। মোবাইল অপারেটর কোম্পানিগুলোও যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেবে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়।
(মোঃ আশিকুর রহমান) 

বুধবার, ১৭ জুলাই, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে যারা

 

"আপডেট নিউজ"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র-শিবির।

"আলহামদুলিল্লাহ"

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম কালোরাত।


 ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম কালোরাত। ইন্টারনেট বন্ধ, সাংবাদিক দের প্রবেশ বন্ধ, বিদ্যুৎ বন্ধ। 

(মোঃ আশিকুর রহমান) 

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাংচুর করলো ছাত্ররা

ভিডিওটি নিছের লিঙ্কে দেওয়া হলো 👇

 https://t.me/ashikmedia10/19

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল- কলেজ বন্ধ ঘোষণা

 



অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-

কলেজ বন্ধ ঘোষণা


সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় হঠাৎ এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক (স্কুল) ও উচ্চমাধ্যমিক (কলেজ) পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

(মোঃ আশিকুর রহমান) 





বিভিন্ন জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

 

                         ছবি সংগৃহীত



সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে সড়ক-মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগ পড়েন সাধারণ মানুষ।


ময়মনসিংহ
বেলা ১১টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ নগরের টাউন হল মোড় এলাকা অবরোধ করেন বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গুকুল সূত্রধর মানিক। এ সময় আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীদের অবরোধের কারণে টাউন হল এলাকা থেকে শহরের অভ্যন্তরীণ সড়কেও যানচলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ অবরুদ্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকাল নয়টা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে সড়কে বসে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলে বেলা ১১টা পর্যন্ত। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ময়মনসিংহ নগরের টাউনহল এলাকায় বিক্ষোভ শেষে পাটগুদাম ব্রিজ মোড় অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।ছবি: প্রথম আলো
সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের সামনে গিয়ে দেখা যায়, একাডেমিক ভবনের প্রধান গেট আটকে সড়কে বসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। হ্যান্ড মাইক নিয়ে স্লোগান দিচ্ছেন এক শিক্ষার্থী। তাঁর সঙ্গে আন্দোলনে নামা শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। দুটি জাতীয় পতাকা নেড়ে আন্দোলনকারীদের উদ্বুদ্ধ রাখেন দুজন। স্লোগান দেন, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেত দেব না’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘বাংলা মায়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জয় বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ এবং ‘লেগেছেরে লেগেছ, রক্তে আগুন লেগেছে’।
আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমে নিজেদের পরিচয় ব্যবহার করে কথা বলতে অনিরাপত্তা বোধ করেন। নাম প্রকাশ পেলে ছাত্রলীগের অত্যাচার ও প্রশাসনের হয়রানিতে পড়ার আতঙ্ক তাঁদের মধ্যে।
পবা উপজেলার খড়খড়ি বাইপাস এলাকায় অবরোধ করেছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাছবি : শফিকুল ইসলাম


রাজশাহী
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস খড়খড়ি বাইপাসে ক্যাম্পাসের সামনে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। রাজশাহী নগরের বাইরে দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা আটকিয়ে দিয়ে শিক্ষার্থীরা অবস্থান করায় দুই পাশে যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন, তাঁরা এর সঙ্গে একমত হয়েছেন। একটি নৈতিক আন্দোলনে সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে। এর নির্দেশ দিয়েছে সরকার। ছাত্রলীগ দিয়ে এই হামলা কাপুরুষোচিত। শিক্ষার্থীরা হামলায় আহত হয়ে কাতরাচ্ছেন। এ অবস্থায় সারা বাংলার শিক্ষার্থীরা জেগে উঠেছেন। তাঁরা অধিকার আদায় করেই ঘরে ফিরবেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছেন। তাঁরা চেয়েছিলেন ক্যাম্পাসের ভেতরে করা হোক। কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের আন্দোলনে যাতে কোনো সমস্যা না হয়, তাঁরা পর্যবেক্ষণ করছেন। প্রক্টরিয়াল বডিও আছে।


বগুড়া
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজ দুটির সামনে সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেন। রাতের সমাবেশ থেকে মঙ্গলবার ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষণা মোতাবেক আজ সকাল সাড়ে দশটায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ‘কোটা’ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ–সমাবেশ করেন তাঁরা।ছবি: প্রথম আলো
একপর্যায়ে কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সাড়ে ১১টা পর্যন্ত অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা সাড়ে ১১টার পর পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নেয়।
এদিকে সকাল সাড়ে দশটা থেকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সাতমাথা-তিনমাথা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হলে বেলা ১১টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফেরার পথে ককটেল হামলার ঘটনা ঘটে। হামলায় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাসরিফ আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক আবদুর রহিম রানা বলেন, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা–প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সকাল সকাল ১০টার দিকে নতুন রাস্তার মোড় এলাকায়ছবি: সাদ্দাম হোসেন


খুলনা
সকাল সাড়ে ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনার ব্যানারে খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় খুলনা-যশোর মহাসড়ক, সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন যেতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। দৌলতপুরের সরকারি ব্রজলাল কলেজ খুলনা, খালিশপুরের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। অবরোধস্থলের আশপাশে পুলিশের উপস্থিতিও রয়েছে।
সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ ও কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। আজ বেলা ১১টার দিকে ক্যাম্পাসেছবি: মঈনুল ইসলাম


রংপুর
সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুর মেডিকেল কলেজ ও বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সময় বেসরকারি প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বক্তারা আরও বলেন, ছাত্রছাত্রীদের ওপর নারকীয় এই হামলায় দেশবাসী শঙ্কিত, আতঙ্কিত। অসংখ্য ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ছবি দেখে সবাই বিস্মিত। অপরাধীরা যে–ই হোক না কেন, বিচারের আওতায় আনা উচিত।

(মোঃ আশিকুর রহমান) 


সোমবার, ১৫ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা টমাস মুলারের

 


জার্মান সোনালী প্রজন্মের একে একে সবার বিদায়ী ঘণ্টা বেজে চলছে , ২০২৪ ইউরোর আগেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন টনি ক্রস। ক্রসের পর জার্মানদের সোনালি প্রজন্মের আরেক ফুটবলার টমাস মুলারেরও শেষ হয়ে যায় আন্তর্জাতিক ফুটবলের পথচলা। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির বিদায়ের পরই বাতাসে ভাসছিল গুঞ্জন। অবশেষে আসল আনুষ্ঠানিক ঘোষণা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড টমাস মুলার।

গতকাল রাতে বার্লিনে নিষ্পত্তি হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের সেরার মুকুটের যোগ্য দাবিদার কারা। যেখানে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। লামিনে ইয়ামাল ও দানি কারভাহালদের দল টানা ৭ জয় দিয়ে রেকর্ড গড়েই ইউরো জয় করল। যেখানে স্বাগতিক জার্মানরা থাকল দর্শকের কাতারে। রোমাঞ্চকর এই মহারণ শেষে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড মুলার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানিয়েছেন।


৩৪ বছর বয়সী এই তারকা জার্মানির জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েছেন ১৪ বছরের। যেখানে ১৩১ ম্যাচে মুলার ৪৫টি গোল করেছেন। এ ছাড়া ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড অবদান রেখেছেন সবমিলিয়ে ৮৬টি গোলে। যদিও এবারের ইউরোতে সেভাবে সুযোগ পাননি মুলার। ইউরোয় বেঞ্চ থেকে নেমে খেলেছেন মাত্র দুই ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও, ক্লাব ফুটবলে দেখা যাবে এই তারকাকে। বায়ার্ন মিউনিখের সঙ্গে তার ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।


নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে ভিডিও বার্তায় মুলার বলেন, ‘১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি। জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।’


এর আগে স্পেনের কাছে হেরে এবারের ইউরোতে জার্মানির বিদায়ের ম্যাচটি ছিল আরেক কিংবদন্তি টনি ক্রুসের শেষবারের মতো মাঠে নামা। রিয়াল মাদ্রিদের হয়ে এ বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্রুস আগেই ক্লাব ফুটবলের ইতি টেনেছিলেন। তার আগেই জানিয়েছিলেন ইউরো দিয়ে তার পুরো ফুটবল ক্যারিয়ারই শেষ হবে। সেদিন তাকে জার্মান দল ও সমর্থকরাও অভিবাদন জানিয়ে বিদায় দেন। একইদিন অবসরের ইঙ্গিত দিয়েছিলেন মুলারও। পুরোপুরি খোলাসা না করেই জার্মান স্কাই স্পোর্টসকে তিনি বলেছিলেন, ‘খুব সম্ভবত এটি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’


এর আগে ২০১০ সালে জার্মানির হয়ে জাতীয় দলে অভিষেক হয় মুলারের। এরপরন দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে। তারচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লোথার ম্যাথাউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসা (১৩৭)। মুলারের বিদায়ে জার্মান দলে তরুণ ফুটবলারদের সুযোগ মিলবে। যা তিনি নিজেও আগের ইঙ্গিতে জানিয়েছিলেন।


(মোঃ আশিকুর রহমান) 

সংঘর্ষে ‘রণক্ষেত্র’ ঢাবি, উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক

 

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি।



সোমবার (১৫ জুলাই) বিকেলে বৈঠক বসেন তারা। ঢাবির সহকারী প্রক্টর নাজির হোসেন খান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে দুপুর ২টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানিয়েছেন, শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে অন্যান্য হলের ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেন। বিজয় একাত্তর হলের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।

এর আগে দুপুর ২টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানিয়েছেন, শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে অন্যান্য হলের ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেন। বিজয় একাত্তর হলের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।

মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে শোডাউন করেন। কোটা আন্দোলনকারীরা যাতে পলাশী বা নীলক্ষেত থেকে আবারও ক্যাম্পাসে আসতে না পারেন, সে জন্য ফুলার রোডে অবস্থান নেন।

রবিবার, ১৪ জুলাই, ২০২৪

কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা জিতলো আর্জেন্টিনা।


Argentina Copa America Champions ⚽🇦🇷

পর পর দু’বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে হারাল তারা। যদিও পুরো ম্যাচ খেলতে পারলেন না লিয়োনেল মেসি।

 চোটে মাঠ ছাড়তে হল তাঁকে।চোট পেয়ে যখন লিয়োনেল মেসি মাঠ ছাড়ছেন তখন স্টেডিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের চোখে জল। কোপা আমেরিকা জেতার জন্য যে খেলোয়াড়ের উপর তাঁরা ভরসা করেছিলেন, সেই তিনিই তো তখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। নিজেকে ধরে রাখতে পারলেন না মেসিও।

 বেঞ্চে বসে হাউ হাউ করে কাঁদলেন। ঠিক যে ভাবে ২০১৬ সালের ফাইনালে চিলির বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি ফস্কে কেঁদেছিলেন তিনি। তবে সে বার হারের বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছিল তাঁকে। এ বার মেসি-হীন আর্জেন্টিনা জিতল। লাউতারো মার্তিনেস জেতালেন মেসির আর্জেন্টিনাকে। চলতি কোপায় যখনই নেমেছেন গোল করেছেন মার্তিনেস। আরও এক বার সেই কাজটা করলেন তিনি।


চোট পেয়ে যখন লিয়োনেল মেসি মাঠ ছাড়ছেন তখন স্টেডিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের চোখে জল। কোপা আমেরিকা জেতার জন্য যে খেলোয়াড়ের উপর তাঁরা ভরসা করেছিলেন, সেই তিনিই তো তখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। নিজেকে ধরে রাখতে পারলেন না মেসিও। বেঞ্চে বসে হাউ হাউ করে কাঁদলেন। ঠিক যে ভাবে ২০১৬ সালের ফাইনালে চিলির বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি ফস্কে কেঁদেছিলেন তিনি। তবে সে বার হারের বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছিল তাঁকে। এ বার মেসি-হীন আর্জেন্টিনা জিতল। লাউতারো মার্তিনেস জেতালেন মেসির আর্জেন্টিনাকে। চলতি কোপায় যখনই নেমেছেন গোল করেছেন মার্তিনেস। আরও এক বার সেই কাজটা করলেন তিনি।

Advertisement

খেলা শুরুর আগেই বিঘ্ন। ম্যাচ দেখতে ভিড় করেন টিকিট না থাকা অনেক দর্শক। তাঁরা ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন। পরিস্থিতি সামলাতে নাজেহল হন নিরাপত্তারক্ষীরা। ফলে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের থেকে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। শুরুতেই আক্রমণে ওঠে আর্জেন্টিনা। অ্যাঙ্খেল দি মারিয়ার ক্রস ধরে বক্সের মধ্যে থেকে শট মারেন ইউলিয়ান আলভারেস। কিন্তু গোলে রাখতে পারেননি তিনি। পরের মিনিটেই কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন ট্যাগলিয়াফিকো। তিনিও গোলের মুখ খুলতে পারেননি।

প্রাথমিক চাপ সামলে আক্রমণে উঠতে শুরু করে কলম্বিয়া। গতি ও শক্তি, দুই ব্যবহার করছিল তারা। আর্জেন্টিনার ফুটবলারদের গতিতে পরাস্ত করছিলেন হামেস রদ্রিগেস, লুইস দিয়াজ়েরা। ৬ মিনিটে সুযোগ চলে আসে কলম্বিয়ার কাছে। বক্সের বাইরে থেকে শট মারেন কর্ডোবা। তাঁর শট পোস্টে লেগে বেরিয়ে যায়। প্রান্ত ধরে আক্রমণ করছিল কলম্বিয়া। প্রতিটি বলের জন্য প্রেস করছিলেন ফুটবলারেরা। আর্জেন্টিনা খেলার গতি কিছুটা কমানোর চেষ্টা করছিল। কিন্তু পারছিল না। মেসি, দি মারিয়ারা বল ধরলেই কলম্বিয়ার দু’তিন জন ফুটবলার তাঁদের ঘিরে ধরছিলেন। ফলে বল বেরিয়ে যাচ্ছিল।


প্রথম ২০ মিনিট সে ভাবে দেখা যায়নি মেসিকে। ২০ মিনিটের মাথায় প্রথম বার দলগত আক্রমণ তুলে আনে আর্জেন্টিনা। বক্সে ঢুকে শট মারেন মেসি। যদিও ডিফেন্ডার ও গোলরক্ষকের যৌথ প্রচেষ্টায় তা আটকে যায়। ৩০ মিনিটের পরে আরও কয়েকটি সুযোগ তৈরি করে কলম্বিয়া। আর্জেন্টিনার গোলের নীচে থাকা এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করা সহজ ছিল না। মেসিকে দেখে মনে হচ্ছিল, ১০০ শতাংশ সুস্থ নন তিনি। তার মাঝেই ৩৬ মিনিটের মাথায় শট মারতে গিয়ে চোট পান মেসি। বেশ কিছু ক্ষণ পড়ে থাকেন তিনি। পরে আবার মাঠে নামলেও একটু খোঁড়াচ্ছিলেন মেসি। কিছুটা গা বাঁচিয়ে খেলার চেষ্টা করছিলেন। কলম্বিয়ার ফুটবলারেরা মাঝে মাঝে ফাউল করছিলেন। ফলে খেলার গতি থমকে যাচ্ছিল। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনও গোল আসেনি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

চোট পেয়ে যখন লিয়োনেল মেসি মাঠ ছাড়ছেন তখন স্টেডিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের চোখে জল। কোপা আমেরিকা জেতার জন্য যে খেলোয়াড়ের উপর তাঁরা ভরসা করেছিলেন, সেই তিনিই তো তখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। নিজেকে ধরে রাখতে পারলেন না মেসিও। বেঞ্চে বসে হাউ হাউ করে কাঁদলেন। ঠিক যে ভাবে ২০১৬ সালের ফাইনালে চিলির বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি ফস্কে কেঁদেছিলেন তিনি। তবে সে বার হারের বোঝা মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছিল তাঁকে। এ বার মেসি-হীন আর্জেন্টিনা জিতল। লাউতারো মার্তিনেস জেতালেন মেসির আর্জেন্টিনাকে। চলতি কোপায় যখনই নেমেছেন গোল করেছেন মার্তিনেস। আরও এক বার সেই কাজটা করলেন তিনি।

Advertisement

খেলা শুরুর আগেই বিঘ্ন। ম্যাচ দেখতে ভিড় করেন টিকিট না থাকা অনেক দর্শক। তাঁরা ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন। পরিস্থিতি সামলাতে নাজেহল হন নিরাপত্তারক্ষীরা। ফলে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের থেকে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। শুরুতেই আক্রমণে ওঠে আর্জেন্টিনা। অ্যাঙ্খেল দি মারিয়ার ক্রস ধরে বক্সের মধ্যে থেকে শট মারেন ইউলিয়ান আলভারেস। কিন্তু গোলে রাখতে পারেননি তিনি। পরের মিনিটেই কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন ট্যাগলিয়াফিকো। তিনিও গোলের মুখ খুলতে পারেননি।

প্রাথমিক চাপ সামলে আক্রমণে উঠতে শুরু করে কলম্বিয়া। গতি ও শক্তি, দুই ব্যবহার করছিল তারা। আর্জেন্টিনার ফুটবলারদের গতিতে পরাস্ত করছিলেন হামেস রদ্রিগেস, লুইস দিয়াজ়েরা। ৬ মিনিটে সুযোগ চলে আসে কলম্বিয়ার কাছে। বক্সের বাইরে থেকে শট মারেন কর্ডোবা। তাঁর শট পোস্টে লেগে বেরিয়ে যায়। প্রান্ত ধরে আক্রমণ করছিল কলম্বিয়া। প্রতিটি বলের জন্য প্রেস করছিলেন ফুটবলারেরা। আর্জেন্টিনা খেলার গতি কিছুটা কমানোর চেষ্টা করছিল। কিন্তু পারছিল না। মেসি, দি মারিয়ারা বল ধরলেই কলম্বিয়ার দু’তিন জন ফুটবলার তাঁদের ঘিরে ধরছিলেন। ফলে বল বেরিয়ে যাচ্ছিল।

Advertisement

প্রথম ২০ মিনিট সে ভাবে দেখা যায়নি মেসিকে। ২০ মিনিটের মাথায় প্রথম বার দলগত আক্রমণ তুলে আনে আর্জেন্টিনা। বক্সে ঢুকে শট মারেন মেসি। যদিও ডিফেন্ডার ও গোলরক্ষকের যৌথ প্রচেষ্টায় তা আটকে যায়। ৩০ মিনিটের পরে আরও কয়েকটি সুযোগ তৈরি করে কলম্বিয়া। আর্জেন্টিনার গোলের নীচে থাকা এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করা সহজ ছিল না। মেসিকে দেখে মনে হচ্ছিল, ১০০ শতাংশ সুস্থ নন তিনি। তার মাঝেই ৩৬ মিনিটের মাথায় শট মারতে গিয়ে চোট পান মেসি। বেশ কিছু ক্ষণ পড়ে থাকেন তিনি। পরে আবার মাঠে নামলেও একটু খোঁড়াচ্ছিলেন মেসি। কিছুটা গা বাঁচিয়ে খেলার চেষ্টা করছিলেন। কলম্বিয়ার ফুটবলারেরা মাঝে মাঝে ফাউল করছিলেন। ফলে খেলার গতি থমকে যাচ্ছিল। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনও গোল আসেনি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একই পরিকল্পনা নিয়ে খেলতে থাকে কলম্বিয়া। সেই প্রেসিং ফুটবল। তবে দ্বিতীয়ার্ধে খেলার ধরন কিছুটা বদলায় আর্জেন্টিনা। তারাও গতি বাড়িয়ে খেলার চেষ্টা করে। কলম্বিয়ার ফুটবলারদের শারীরিক ক্ষমতার কাছে একটু হলেও পিছিয়ে পড়ছিল আর্জেন্টিনা। ৫৩ মিনিটের মাথায় কর্নার থেকে ফাঁকায় হেড করার সুযোগ পান ডেভিডসন স্যাঞ্চেজ়। কিন্তু গোলে বল রাখতে পারেননি তিনি।

চাপ সামলে খেলায় ফেরার চেষ্টা করে আর্জেন্টিনা। বাঁ প্রান্ত ধরে সচল ছিলেন দি মারিয়া। দ্রুত কয়েকটি আক্রমণ তুলে আনেন তিনি। ৫৮ মিনিটের মাথায় একক দক্ষতায় বক্সে ঢুকে শট মারেন দি মারিয়া। ভাল বাঁচান গোলরক্ষক। যখনই আর্জেন্টিনা আক্রমণে উঠছিল তখনই ফাউল করছিল কলম্বিয়া। মারকুটে ফুটবল খেলছিল তারা। মাথা ঠান্ডা রাখতে পারেননি আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। সাইডলাইনে দাঁড়িয়ে রেগে যান তিনি। তাঁকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন সহকারীরা।

৬৪ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। প্রথমার্ধের চোট সামলে দ্বিতীয়ার্ধে নামলেও ভাল দেখাচ্ছিল না তাঁকে। একটি স্প্রিন্ট টানতে গিয়ে নিজেই পড়ে যান তিনি। বোঝা যাচ্ছিল, হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। কোনও ভাবেই আর খেলা চালাতে পারেননি তিনি। মাঠ ছাড়েন মেসি। বেঞ্চে বসে নিজেকে সামলাতে পারেননি তিনি। প্রথমে এক পায়ের জুতো ছুড়ে ফেলেন। হাত দিয়ে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদছিলেন মেসি। বোঝা যাচ্ছিল, ফাইনালে খেলতে না পারার যন্ত্রণা তাঁর চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল। মেসি ওঠার পরে কাঁদতে দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদেরও।

খেলা যত গড়াচ্ছিল, তত উত্তেজনা বাড়ছিল। গা-জোয়ারি ফুটবল খেলে আর্জেন্টিনার ছন্দ ভেঙে দিচ্ছিল কলম্বিয়া। তার মাঝেই ৭৫ মিনিটের মাথায় গোল করেন মেসির পরিবর্ত হিসাবে নামা নিকো গঞ্জালেস। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়। ৮৭ মিনিটের মাথায় আবার একটি সুযোগ পায় আর্জেন্টিনা। এ বারও গোল হয়নি। খেলা ধীরে ধীরে টাইব্রেকারের দিকে এগোচ্ছিল।

ঠিক তখনই জাদু দেখালেন পরিবর্ত হিসাবে নামা লাউতারো মার্তিনেস। এ বারের কোপায় বার বার আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠেছেন তিনি। আরও এক বার হলেন। ১১২ মিনিটের মাথায় লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন লাউতারো। তার পরে সোজা ছুটে যান মেসির দিকে। গিয়ে জড়িয়ে ধরেন। মেসিকে দেখে মনে হচ্ছিল, ধরে প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

খেলার বাকি সময় আরও মারামারি হল। বিশেষ করে গোল শোধ করার জন্য শারীরিক শক্তি ব্যবহার করছিলেন কলম্বিয়ার ফুটবলারেরা। তাতে কাজের কাজ হয়নি। লাউতারোর করা একমাত্র গোলে কোপা জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


(মোঃ আশিকুর রহমান) 

ইউরো কাপে একসঙ্গে ৬ জন পেলেন গোল্ডেন বুট।

 

ওলমো-কেইন পারেননি গোল করতে, গোল্ডেন বুট ৬ জনের


ইউরো ইতিহাসে কোনও সময় একজনের বেশি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পাননি। গোল সমান হলেও অন্য বিষয় বিবেচনায় এনে একজনকে দেওয়া হয়েছে এই পুরস্কার। চলতি ইউরোতে ঘটলো অভূতপূর্ব ঘটনা। একসঙ্গে ৬ জন পেলেন গোল্ডেন বুট।

৩ গোল নিয়ে গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, স্পেনের ড্যানি ওলমো, নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার মিকাতুদাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ। অথচ ফাইনালে খেলতে নামায় কেইন ও ওলমোর সুযোগ ছিল এককভাবে গোল্ডেন বুট জেতার। কিন্তু পারেননি তারা।

পূর্বের আসর থেকে নিয়মের পরিবর্তনে গোল্ডেন বুট ভাগাভাগি করতে হচ্ছে ৬ জনকে!

২০১২ সালের পর এত কম ব্যক্তিগত গোলের নজির দেখা গেলো। সেবার স্পেনের ফার্নান্দো তোরেস, জার্মানির মারিও গোমেজ ও রাশিয়ার অ্যালান জাগোয়েভরা তিন গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন। তাদের মধ্যে তোরেসকে গোল্ডেন বুটের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তিনজনের সমান স্কোর হওয়ায় তখন বিবেচনায় নেওয়া হয় সবচেয়ে কম মিনিট খেলার বিষয়টিকে। সেই সুবাদে বিজয়ী হন তোরেস। 

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল ম্যাচটি দেরিতে শুরু হওয়ার কারন


 স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলামূলক কাজের জন্য কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নির্ধারিত সময় থেকে ৩০ মিনিট পরে শুরু হবে।🥺


সোর্স : TNT Sports

ইংল্যান্ডের আক্ষেপ বাড়িয়ে ইউরোর চ্যাম্পিয়ন স্পেন

 EURO CHAMPIONS SPAIN 2024




ফর্ম, পরিসংখ্যান সবকিছুর বিচারে এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল স্পেন। ইউরোপের রাজা হবার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল হ্যারি কেইন, জুড বেলিংহামদের মতো তারকা ঠাসা ইংল্যান্ড। কিন্তু ফাইনালের মহারণে শেষ হাসি হাসল তারুণ্যদীপ্ত স্পেন।

আজ সোমবার (১৫ জুলাই) ইউরোপ সেরার লড়াইয়ে বার্লিনের অলিম্পিয়া পার্কে ২-১ গোলে জিতেছে স্পেন। এই জয়ে এক যুগ পর শিরোপা ঘরে তুলল স্পেন। এর আগে ২০১২ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মনোমুগ্ধকর কনসার্টের পর শুরু হয় ম্যাচ। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্প্যানিশরা। ম্যাচের চতুর্থ মিনিটে লামিন ইয়ামালের কল্যাণে প্রথম আক্রমণে যায় স্পেন। তবে, দলকে এগিয়ে নিতে পারেননি এই ১৭ বছর বয়সী তারকা।

এরপর ম্যাচের ১২তম মিনিটে উইলিয়ামসের বাঁ-পায়ের জোরালো শট দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন  ইংল্যান্ডের ডিফেন্ডার স্টোনস। ম্যাচের ১৫তম মিনিটে প্রথমবার আক্রমণে যায় ইংল্যান্ড। ডানপ্রান্ত দিয়ে কাইল ওয়াকার এগিয়ে গেলেও ঠিকঠাক ক্রস করতে পারেননি। প্রতিপক্ষের গায়ে লাগলে কর্নার পায় ইংলিশরা। যদিও তা কাজে লাগাতে পারেনি সাউথগেটের দল।

ম্যাচের ২৮তম মিনিটে ফ্যাবিও রুইজ গোলপোস্ট বরাবর শট করলেও গতি না থাকায় সেযাত্রায় সাফল্য পায়নি স্পেন। যোগ করা সময়ে ইংল্যান্ডের ফিল ফোডেন শট করলেও তা সহজেই তালুবন্দী করেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বাকি সময়ে আরও বেশি কিছু আক্রমণ করলেও খালি হাতেই বিরতিতে যেতে হয় দুদলকে।

তবে, বিরতি থেকে ফিরেই লিড নেয় স্পেন। লামিন ইয়ামালের ক্রস থেকে বাঁ-প্রান্ত দিয়ে দারুন ফিনিশিং করেন নিকো উইলিয়ামস। ১-০ গোলে এগিয়ে গিয়ে আক্রমণ আরও বাড়ায় স্পেন। ম্যাচের ৫৩তম মিনিটে আরও একটি গোল পেয়ে যেতে পারত স্পেন। লামিনের বাড়ানো বলে অধিনায়ক মোরাতার শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন স্টোনস। ফিরতি শটে চেষ্টা করলেও বল জালে জড়াতে পারেননি উইলিয়ামস।

৬৩তম মিনিটে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে শট করলেও বল গোল অভিমুখে রাখতে পারেননি ইংলিশ তারকা জুড বেলিংহাম। ৬৫তম মিনিটে একক প্রচেষ্টায় এগিয়ে যান ইয়ামাল। বাঁ-পায়ে গড়ানো শট করলেও অসাধারণ সেভে ইয়ামালকে হতাশ করেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। একের পর এক আক্রমণের পর ম্যাচের ৭৩তম মিনিটে সমতায় ফেরে ইংলিশরা। কেনের বদলী হিসেবে নেমে গোল করেন বসেন পালমার। অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি দলটি। ম্যাচের ৮৬তম মিনিটে কুকুরেয়ার বাড়ানো বলে গোল করেন বসেন ওয়ারজাবাল। বাকি সময়ে আর গোল না হওযায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

(


মো আশিকুর রহমান) 


ডোনাল্ড ট্রাম্প কে হত্যার চেষ্টা

 

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা

ডনাল্ড ট্রাম্প যখন আবার উঠে দাঁড়ান, তার কান থেকে গালের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়।

নিউজ ডেস্ক.  আশিক মিডিয়া


যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টাকারী টমাস ম্যাথিউ ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এফবিআই ক্রুকসকে শনাক্ত করে জানিয়েছে, ২০ বছর বয়সী এই তরুণ পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্রুকস পেনসিলভানিয়ার বাটলারের নির্বাচনী সমাবেশে ভাষণদানরত ট্রাম্পকে হত্যার চেষ্টায় বেশ কয়েকটি গুলি ছোড়েন। তার গুলিতে সমাবেশে উপস্থিত এক ব্যক্তি নিহত হলেও ট্রাম্প বেঁচে যান, গুলি তার কান চিরে দিয়ে ছুটে যায়। কয়েক সেকেণ্ডের মধ্যে সিক্রেট সার্ভিসের এজেন্টরা সন্দেহভাজন ক্রুককে গুলি করে হত্যা করে।

এফবিআই জানিয়েছে, তারা এই হামলার উদ্দেশ্য বের করতে কাজ করছে।

হামলায় একজন নিহত হওয়ার পাশাপাশি সমাবেশে উপস্থিত আরও দুইজন আহত হয়েছেন। আহতদের অবস্থা সঙ্কটজনক। কানে গুলি লেগে ট্রাম্পও আহত হন।

রয়টার্স জানিয়েছে, পেনসিলভানিয়ার ভোটার রেকর্ড থেকে দেখা গেছে ক্রুকক রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত সমর্থক। আসন্ন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্রুকস প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোট দিতে পারতেন।

বাটলারের যে স্থানে গুলির ঘটনাটি ঘটেছে সেখান থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার দূরত্বে ক্রুকস বসবাস করতেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন রোববার জানিয়েছে, ক্রুকস যে এলাকায় বসবাস করতেন সেই বেথেল পার্কের আকাশসীমা ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে’ বন্ধ রেখেছে তারা।

ক্রুকসের বয়স যখন ১৭ বছর তখন সে ‘অ্যাক্টব্লু’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে ১৫ ডলার দান করেছিলেন। ২০২১ সালের ফেডারেল ইলেকশন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, এই কমিটি রাজনীতিতে বামদের প্রতি সহানুভূতিশীল এবং ডেমোক্র্যাট রাজনীতিকদের জন্য তহবিল সংগ্রহ করে।

দান করা এসব অর্থ প্রোগ্রেসিভ টার্নআউট প্রোজেক্টের ব্যবহারের জন্য পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে থাকা এই গোষ্ঠীটি ডেমোক্র্যাটদের জড়ো করে ভোট দেওয়ার ব্যবস্থা করে। তারা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস (৫৩) সিএনএনকে বলেছেন, কী হয়েছে তা বোঝার চেষ্টা করছেন তিনি, আর ছেলের বিষয়ে কথা বলার আগে তিনি আইন প্রয়োগকারীদের সঙ্গে কথা বলে নেবেন।

পিটসবার্গ ট্রিবিউন-রিভিউয়ের তথ্য অনুযায়ী, টমাস ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে গ্রাজুয়েশন করেছিলেন। তিনি জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগের পক্ষ থেকে ‘তারকা পুরস্কার’ হিসেবে ৫০০ ডলার পেয়েছিলেন।

নিউ ইয়র্ক টাইমস ২০২২ সালের এক স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের ভিডিওর কথা উল্লেখ করে বলেছে, ওই অনুষ্ঠানে ক্রুকস তার হাইস্কুল ডিপ্লোমা গ্রহণ করার সময় করতালির শব্দ শোনা গেছে। ওই অনুষ্ঠানের ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে, তাতে দেখা গেছে, চশমা চোখে ক্রুকস কালো গ্রাজুয়েশন গাউন পরে স্কুলের এক কর্মকর্তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। রয়টার্স তাৎক্ষণিভাবে এই ভিডিওর সত্যাসত্য যাচাই করতে পারেনি।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ঘটানস্থলে ক্রুকসের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, এজন্য অন্য উপায় অবলম্বন করে তাকে শনাক্ত করতে হয়েছে।

ইউএস টুডে জানিয়েছে, ভোটার নিবন্ধিনে ক্রুকস যে ঠিকানা দিয়েছিলেন সেই বাড়ির সামনে আইন প্রয়োগকারীদের বহু গাড়ি ভিড়ে আছে। বাড়ির পুরো অংশটি পুলিশের হলুদ নিরাপত্তা টেপ দিয়ে ঘেরা আছে আর তার বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে।

(মোঃ আশিকুর রহমান) 

শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশ


 

  • ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা ছিল।

  • ওই বছর কোটা সংস্কার করে ১০ শতাংশ করার দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

  • ২০১৮ সালের অক্টোবরে ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি।

  • রিটের পর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় গত ৫ জুন।

  • রকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে। গতকাল বুধবার আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন।

  • একই দাবিতে এ দিন আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেছেন। এর মধ্যে ময়মনসিংহে রেললাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতীবাজার মোড় সড়ক অবরোধ করেন। বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা।

    সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি শুরু হয়। আজ বৃহস্পতিবার সরকারি চাকরিতে কোটার পরিপত্র বাতিল–সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ আদালতে শুনানির জন্য দিন ধার্য আছে। কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজও শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হবেন। জনপ্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আদালতের আদেশ কী হয়, সেটা দেখে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

  • (আশিক মিডিয়া)

অ্যাঞ্জেল ডি মারিয়া, 2025 সাল পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করে বেনফিকায় থাকতে প্রস্তুত!

 

𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: অ্যাঞ্জেল ডি মারিয়া, 2025 সাল পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করে বেনফিকায় থাকতে প্রস্তুত! 🔴🦅

এল ফিদেও বেনফিকার ক্লাবে পরবর্তী মৌসুমে চালিয়ে যাওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন, তিনি বর্তমানে ফ্রি এজেন্ট ছিলেন।

ডি মারিয়া আগামী সপ্তাহে আর্জেন্টিনা ছেড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন… এদিকে, বেনফিকায় থাকবেন।

(আশিক মিডিয়া)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা -২ ফাইনাল সাজেশন বিএমটি

 নিচে দেওয়া হলো 👇


আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

 


শেষের পথে কোপা আমেরিকার ৪৮ তম আসর। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ১৬ দলের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে টিকে আছে কেবল দুই দল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ২৩ বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। 

আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। রেকর্ড ১৬তম শিরোপা জয়ের অপেক্ষায় মেসি-ডি মারিয়ারা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে দ্বিতীয় কোপার শিরোপা জেতার সুযোগ কলম্বিয়ার সামনে। চলমান আসরে দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত আছে। 

কোপার ফাইনাল কারা পরিচালনা করবেন তালিকা প্রকাশ করেছে কনমেবল কর্তৃপক্ষ। ম্যাচ পরিচালনা করবেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লস। এ ছাড়া ক্লাউসের সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন ব্রুনো পাইরেস ও রদ্রিগো কোরেয়া। এই দুই রেফারিও ব্রাজিলিয়ান।

এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ। ২০২১ সালে কোপা আমেরিকা আর ২০২২ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুরেছে লিওনেল মেসিরা। এবার বাকি ২০২৪ সালের কোপা আমেরিকা। স্বপ্নের এই ট্রেবলের চক্রপূরণ করতে আর্জেন্টিনার দরকার আর এক জয়। ১৫ জুলাইয়ের ফাইনালে জিতলেই ফুটবলের বিরল এই রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা।  

(ASHIK MEDIA) 

কোপার ফাইনাল এবং ডি মারিয়াকে নিয়ে যা ভাবছেন মেসি

 

        আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি

কোপা আমেরিকার ফাইনালে ফেবারিট কোন দল?

 কলম্বিয়া না আর্জেন্টিনা? বেশির ভাগ ভোট

 আর্জেন্টিনার পক্ষে যাওয়াই স্বাভাবিক। ঐতিহ্য

 কিংবা শক্তিতে কলম্বিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের

 তুলনা চলে না। কিন্তু এটাও মনে রাখা জরুরি,

 কলম্বিয়া ভাগ্যের জোরে কোপার ফাইনালে উঠে

 আসেনি। ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে

 লিওনেল মেসি এ কথাটিই মনে করিয়ে দিয়েছেন।

 আর্জেন্টিনা অধিনায়ক মনে করেন, কলম্বিয়া যে টানা

 ২৮ ম্যাচ অপরাজিত সেটার নিশ্চয়ই কারণ আছে।

 আর কারণ আছে বলেই কলম্বিয়া যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে।

কোপার ফাইনাল সামনে রেখে মেসি নিজের ভবিষ্যৎ

 নিয়ে কথা বলতে চাননি। কারণ, এখন সেই লগ্নটি

 তাঁর সতীর্থ আনহেল দি মারিয়ার। কোপার ফাইনাল

 খেলেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন দি মারিয়া।

 মেসি এ নিয়ে বলেছেন, ‘সে এটা আগেই পরিষ্কার

 করে জানিয়ে দিয়েছে। আমরা এখন সবকিছুই

 উপভোগের চেষ্টা করি, আগে যেসব মুহূর্তকে পাত্তা

 দিইনি সেগুলোও। সে আগের চেয়ে এখন বেশি

 আবেগপ্রবণ। জাতীয় দলের হয়ে তার শেষ মুহূর্তে

 আমরা পাশেই আছি।’

(ASHIK MEDIA) 

chelsea vs psg live match today

                                                           chelsea vs psg live match today Introduction:   European football has seen its fa...