কোপার ফাইনাল এবং ডি মারিয়াকে নিয়ে যা ভাবছেন মেসি

 

        আর্জেন্টিনার অনুশীলনে লিওনেল মেসি

কোপা আমেরিকার ফাইনালে ফেবারিট কোন দল?

 কলম্বিয়া না আর্জেন্টিনা? বেশির ভাগ ভোট

 আর্জেন্টিনার পক্ষে যাওয়াই স্বাভাবিক। ঐতিহ্য

 কিংবা শক্তিতে কলম্বিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের

 তুলনা চলে না। কিন্তু এটাও মনে রাখা জরুরি,

 কলম্বিয়া ভাগ্যের জোরে কোপার ফাইনালে উঠে

 আসেনি। ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে

 লিওনেল মেসি এ কথাটিই মনে করিয়ে দিয়েছেন।

 আর্জেন্টিনা অধিনায়ক মনে করেন, কলম্বিয়া যে টানা

 ২৮ ম্যাচ অপরাজিত সেটার নিশ্চয়ই কারণ আছে।

 আর কারণ আছে বলেই কলম্বিয়া যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে।

কোপার ফাইনাল সামনে রেখে মেসি নিজের ভবিষ্যৎ

 নিয়ে কথা বলতে চাননি। কারণ, এখন সেই লগ্নটি

 তাঁর সতীর্থ আনহেল দি মারিয়ার। কোপার ফাইনাল

 খেলেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন দি মারিয়া।

 মেসি এ নিয়ে বলেছেন, ‘সে এটা আগেই পরিষ্কার

 করে জানিয়ে দিয়েছে। আমরা এখন সবকিছুই

 উপভোগের চেষ্টা করি, আগে যেসব মুহূর্তকে পাত্তা

 দিইনি সেগুলোও। সে আগের চেয়ে এখন বেশি

 আবেগপ্রবণ। জাতীয় দলের হয়ে তার শেষ মুহূর্তে

 আমরা পাশেই আছি।’

(ASHIK MEDIA) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুগ্ধর কথা বলতে গিয়ে লাইভ টকশোতে কাঁদলেন উপস্থাপিকা

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচটি লাইভ দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল ম্যাচটি দেরিতে শুরু হওয়ার কারন