ইউরো কাপে একসঙ্গে ৬ জন পেলেন গোল্ডেন বুট।
ওলমো-কেইন পারেননি গোল করতে, গোল্ডেন বুট ৬ জনের
ইউরো ইতিহাসে কোনও সময় একজনের বেশি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পাননি। গোল সমান হলেও অন্য বিষয় বিবেচনায় এনে একজনকে দেওয়া হয়েছে এই পুরস্কার। চলতি ইউরোতে ঘটলো অভূতপূর্ব ঘটনা। একসঙ্গে ৬ জন পেলেন গোল্ডেন বুট।
৩ গোল নিয়ে গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, স্পেনের ড্যানি ওলমো, নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার মিকাতুদাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ। অথচ ফাইনালে খেলতে নামায় কেইন ও ওলমোর সুযোগ ছিল এককভাবে গোল্ডেন বুট জেতার। কিন্তু পারেননি তারা।
পূর্বের আসর থেকে নিয়মের পরিবর্তনে গোল্ডেন বুট ভাগাভাগি করতে হচ্ছে ৬ জনকে!
২০১২ সালের পর এত কম ব্যক্তিগত গোলের নজির দেখা গেলো। সেবার স্পেনের ফার্নান্দো তোরেস, জার্মানির মারিও গোমেজ ও রাশিয়ার অ্যালান জাগোয়েভরা তিন গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন। তাদের মধ্যে তোরেসকে গোল্ডেন বুটের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তিনজনের সমান স্কোর হওয়ায় তখন বিবেচনায় নেওয়া হয় সবচেয়ে কম মিনিট খেলার বিষয়টিকে। সেই সুবাদে বিজয়ী হন তোরেস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন