ডোনাল্ড ট্রাম্প কে হত্যার চেষ্টা

 

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা

ডনাল্ড ট্রাম্প যখন আবার উঠে দাঁড়ান, তার কান থেকে গালের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়।

নিউজ ডেস্ক.  আশিক মিডিয়া


যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টাকারী টমাস ম্যাথিউ ক্রুকস একজন নিবন্ধিত রিপাবলিকান।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এফবিআই ক্রুকসকে শনাক্ত করে জানিয়েছে, ২০ বছর বয়সী এই তরুণ পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্রুকস পেনসিলভানিয়ার বাটলারের নির্বাচনী সমাবেশে ভাষণদানরত ট্রাম্পকে হত্যার চেষ্টায় বেশ কয়েকটি গুলি ছোড়েন। তার গুলিতে সমাবেশে উপস্থিত এক ব্যক্তি নিহত হলেও ট্রাম্প বেঁচে যান, গুলি তার কান চিরে দিয়ে ছুটে যায়। কয়েক সেকেণ্ডের মধ্যে সিক্রেট সার্ভিসের এজেন্টরা সন্দেহভাজন ক্রুককে গুলি করে হত্যা করে।

এফবিআই জানিয়েছে, তারা এই হামলার উদ্দেশ্য বের করতে কাজ করছে।

হামলায় একজন নিহত হওয়ার পাশাপাশি সমাবেশে উপস্থিত আরও দুইজন আহত হয়েছেন। আহতদের অবস্থা সঙ্কটজনক। কানে গুলি লেগে ট্রাম্পও আহত হন।

রয়টার্স জানিয়েছে, পেনসিলভানিয়ার ভোটার রেকর্ড থেকে দেখা গেছে ক্রুকক রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত সমর্থক। আসন্ন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্রুকস প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোট দিতে পারতেন।

বাটলারের যে স্থানে গুলির ঘটনাটি ঘটেছে সেখান থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার দূরত্বে ক্রুকস বসবাস করতেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন রোববার জানিয়েছে, ক্রুকস যে এলাকায় বসবাস করতেন সেই বেথেল পার্কের আকাশসীমা ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে’ বন্ধ রেখেছে তারা।

ক্রুকসের বয়স যখন ১৭ বছর তখন সে ‘অ্যাক্টব্লু’ নামের একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে ১৫ ডলার দান করেছিলেন। ২০২১ সালের ফেডারেল ইলেকশন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, এই কমিটি রাজনীতিতে বামদের প্রতি সহানুভূতিশীল এবং ডেমোক্র্যাট রাজনীতিকদের জন্য তহবিল সংগ্রহ করে।

দান করা এসব অর্থ প্রোগ্রেসিভ টার্নআউট প্রোজেক্টের ব্যবহারের জন্য পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে থাকা এই গোষ্ঠীটি ডেমোক্র্যাটদের জড়ো করে ভোট দেওয়ার ব্যবস্থা করে। তারা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস (৫৩) সিএনএনকে বলেছেন, কী হয়েছে তা বোঝার চেষ্টা করছেন তিনি, আর ছেলের বিষয়ে কথা বলার আগে তিনি আইন প্রয়োগকারীদের সঙ্গে কথা বলে নেবেন।

পিটসবার্গ ট্রিবিউন-রিভিউয়ের তথ্য অনুযায়ী, টমাস ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে গ্রাজুয়েশন করেছিলেন। তিনি জাতীয় গণিত ও বিজ্ঞান উদ্যোগের পক্ষ থেকে ‘তারকা পুরস্কার’ হিসেবে ৫০০ ডলার পেয়েছিলেন।

নিউ ইয়র্ক টাইমস ২০২২ সালের এক স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের ভিডিওর কথা উল্লেখ করে বলেছে, ওই অনুষ্ঠানে ক্রুকস তার হাইস্কুল ডিপ্লোমা গ্রহণ করার সময় করতালির শব্দ শোনা গেছে। ওই অনুষ্ঠানের ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে, তাতে দেখা গেছে, চশমা চোখে ক্রুকস কালো গ্রাজুয়েশন গাউন পরে স্কুলের এক কর্মকর্তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। রয়টার্স তাৎক্ষণিভাবে এই ভিডিওর সত্যাসত্য যাচাই করতে পারেনি।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ঘটানস্থলে ক্রুকসের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, এজন্য অন্য উপায় অবলম্বন করে তাকে শনাক্ত করতে হয়েছে।

ইউএস টুডে জানিয়েছে, ভোটার নিবন্ধিনে ক্রুকস যে ঠিকানা দিয়েছিলেন সেই বাড়ির সামনে আইন প্রয়োগকারীদের বহু গাড়ি ভিড়ে আছে। বাড়ির পুরো অংশটি পুলিশের হলুদ নিরাপত্তা টেপ দিয়ে ঘেরা আছে আর তার বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে।

(মোঃ আশিকুর রহমান) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুগ্ধর কথা বলতে গিয়ে লাইভ টকশোতে কাঁদলেন উপস্থাপিকা

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচটি লাইভ দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল ম্যাচটি দেরিতে শুরু হওয়ার কারন