বিভিন্ন জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ
ছবি সংগৃহীত
সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে সড়ক-মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগ পড়েন সাধারণ মানুষ।
ময়মনসিংহ
বেলা ১১টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ নগরের টাউন হল মোড় এলাকা অবরোধ করেন বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গুকুল সূত্রধর মানিক। এ সময় আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীদের অবরোধের কারণে টাউন হল এলাকা থেকে শহরের অভ্যন্তরীণ সড়কেও যানচলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ অবরুদ্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকাল নয়টা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে সড়কে বসে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলে বেলা ১১টা পর্যন্ত। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ময়মনসিংহ নগরের টাউনহল এলাকায় বিক্ষোভ শেষে পাটগুদাম ব্রিজ মোড় অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।ছবি: প্রথম আলো
সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের সামনে গিয়ে দেখা যায়, একাডেমিক ভবনের প্রধান গেট আটকে সড়কে বসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। হ্যান্ড মাইক নিয়ে স্লোগান দিচ্ছেন এক শিক্ষার্থী। তাঁর সঙ্গে আন্দোলনে নামা শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। দুটি জাতীয় পতাকা নেড়ে আন্দোলনকারীদের উদ্বুদ্ধ রাখেন দুজন। স্লোগান দেন, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেত দেব না’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘বাংলা মায়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জয় বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ এবং ‘লেগেছেরে লেগেছ, রক্তে আগুন লেগেছে’।
আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমে নিজেদের পরিচয় ব্যবহার করে কথা বলতে অনিরাপত্তা বোধ করেন। নাম প্রকাশ পেলে ছাত্রলীগের অত্যাচার ও প্রশাসনের হয়রানিতে পড়ার আতঙ্ক তাঁদের মধ্যে।
পবা উপজেলার খড়খড়ি বাইপাস এলাকায় অবরোধ করেছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাছবি : শফিকুল ইসলাম
রাজশাহী
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস খড়খড়ি বাইপাসে ক্যাম্পাসের সামনে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। রাজশাহী নগরের বাইরে দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা আটকিয়ে দিয়ে শিক্ষার্থীরা অবস্থান করায় দুই পাশে যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন, তাঁরা এর সঙ্গে একমত হয়েছেন। একটি নৈতিক আন্দোলনে সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে। এর নির্দেশ দিয়েছে সরকার। ছাত্রলীগ দিয়ে এই হামলা কাপুরুষোচিত। শিক্ষার্থীরা হামলায় আহত হয়ে কাতরাচ্ছেন। এ অবস্থায় সারা বাংলার শিক্ষার্থীরা জেগে উঠেছেন। তাঁরা অধিকার আদায় করেই ঘরে ফিরবেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছেন। তাঁরা চেয়েছিলেন ক্যাম্পাসের ভেতরে করা হোক। কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের আন্দোলনে যাতে কোনো সমস্যা না হয়, তাঁরা পর্যবেক্ষণ করছেন। প্রক্টরিয়াল বডিও আছে।
বগুড়া
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজ দুটির সামনে সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেন। রাতের সমাবেশ থেকে মঙ্গলবার ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষণা মোতাবেক আজ সকাল সাড়ে দশটায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ‘কোটা’ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ–সমাবেশ করেন তাঁরা।ছবি: প্রথম আলো
একপর্যায়ে কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সাড়ে ১১টা পর্যন্ত অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা সাড়ে ১১টার পর পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নেয়।
এদিকে সকাল সাড়ে দশটা থেকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সাতমাথা-তিনমাথা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হলে বেলা ১১টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফেরার পথে ককটেল হামলার ঘটনা ঘটে। হামলায় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাসরিফ আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক আবদুর রহিম রানা বলেন, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা–প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সকাল সকাল ১০টার দিকে নতুন রাস্তার মোড় এলাকায়ছবি: সাদ্দাম হোসেন
খুলনা
সকাল সাড়ে ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনার ব্যানারে খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় খুলনা-যশোর মহাসড়ক, সোনাডাঙ্গা-মুজগুন্নী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন যেতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। দৌলতপুরের সরকারি ব্রজলাল কলেজ খুলনা, খালিশপুরের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। অবরোধস্থলের আশপাশে পুলিশের উপস্থিতিও রয়েছে।
সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ ও কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। আজ বেলা ১১টার দিকে ক্যাম্পাসেছবি: মঈনুল ইসলাম
রংপুর
সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুর মেডিকেল কলেজ ও বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সময় বেসরকারি প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বক্তারা আরও বলেন, ছাত্রছাত্রীদের ওপর নারকীয় এই হামলায় দেশবাসী শঙ্কিত, আতঙ্কিত। অসংখ্য ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ছবি দেখে সবাই বিস্মিত। অপরাধীরা যে–ই হোক না কেন, বিচারের আওতায় আনা উচিত।
(মোঃ আশিকুর রহমান)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন