মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিশ্চয়ই, আপনার ওপর অশুভ জ্বিন সওয়ার হয়েছে: প্রধান উপদেষ্টাকে চরমোনাই পীর


 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি অভিযোগ করেন, ড. ইউনূস সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে নির্বাচন ঘোষণা করে সন্দেহের জন্ম দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,

“আপনি বলেছেন— সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যক্রমের পর নির্বাচন। কিন্তু সংস্কার কোথায় হলো? দৃশ্যমান বিচারই বা হয়েছে কই? একটিও হয়নি। এরপরও জাতীয় নির্বাচন ঘোষণা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। নিশ্চয়ই, আপনার ওপর কোনো অশুভ ও গোপন জ্বিন সওয়ার হয়েছে। সেই জ্বিনের নাম আমরা বলতে চাই না।”

ছাত্র-জনতাকে হুঁশিয়ারির বার্তা

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চরমোনাই পীর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন,

“যখন এ দেশে অশান্তির আগুন জ্বলছিল, তখন ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল। যদি কোনো অশুভ চক্র বা জ্বিনের প্রভাবে আপনি এ ঘোষণা দিয়ে থাকেন, তবে স্পষ্ট করে বলছি— এদেশের ছাত্র-জনতা এখনো রাজপথ ছাড়েনি।”

তিনি আরও যোগ করেন,

“যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, খুনিদের বিচার না হবে— ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না।”

পিআর পদ্ধতির দাবি

মুফতি রেজাউল করীম বলেন, বিগত ৫৩ বছরের নির্বাচন পদ্ধতির সংস্কারই এখন প্রধান সংস্কার। তাঁর দাবি,

“আমরা বলেছি— পিআর (Proportional Representation) পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে দেশ সুন্দর হবে। এতে পেশিশক্তি, কালোটাকার দৌরাত্ম্য ও গুণ্ডাদের তাণ্ডব দূর করা সম্ভব।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

real madrid vs osasuna live stream

The La Liga match between Real Madrid and Osasuna is scheduled for Tuesday, August 19, 2025, with kickoff at 9:00 PM CEST (3:00 PM EDT). [1]...