সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মেধাবী মুগ্ধ পড়াশোনার পাশাপাশি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফাইবারে বিভিন্ন কাজ করতেন। বৃহস্পতিবার রাতে যমুনা টিভির একটি লাইভ টকশোতে মুগ্ধর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগ দলীয় সংসদ সাহদাব আকবর চৌধুরী ও বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে নিকোল বলেন, 'আগস্টের আগে জুলাইয়ে এমন করে শোক পালন করতে হবে তা আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে (সাহদাব চৌধুরী) একটা ঘটনার কথা বললাম। আমি আশা করছি ঘটনাটি আপনি প্রধানমন্ত্রীকে বলবেন। একজন শিক্ষার্থীর (মুগ্ধ) সঙ্গে কী হয়েছে। এদিকে সফল এই ফ্রিল্যান্সারের মৃত্যুতে বুধবার সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তা প্রকাশ করেছে ফাইবার কর্তৃপক্ষ। শোক বার্তায় বলা হয়েছে, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ফাইবারে পরিবারের একটি ক্ষতির কথা জানতে পেরেছি। গত সপ্তাহে মা-বাবা ও দুই ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন