মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

কিছুক্ষণ পর হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

 



   ম্যাচটি লাইভ দেখতে ক্লিক করুন 

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের অংশগ্রহণে জমজমাট আসর শুরু হয়েছে টুর্নামেন্টটির। এখন চলছে গ্রুপ পর্বের খেলা। লাতিনের শক্তিশালী দেশ ব্রাজিলও এবারের আসরে অংশ নিয়েছে। তারা গ্রুপ বি থেকে আসরে অংশগ্রহণ করছে। 

নিজেদের প্রথম ম্যাচে তারা কিউবাকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বুখারা ইউনিভার্সাল স্পোর্টস কমপ্লেক্সে তারা মুখোমুখি হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে। 

গ্রুপ বিতে ব্রাজিল ছাড়াও রয়েছে- কিউবা, ক্রোয়েশিয়া ও থাইল্যান্ড। ক্রোয়েশিয়া তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে পরাজিত করে থাইল্যান্ডকে। তাই এই ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। উভয় দলই চাইবে ম্যাচটিতে জয় তুলে নিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে যাওয়ার

ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

এদিকে এই ম্যাচটি দেখতে মুখিয়ে আছে ব্রাজিল ভক্তরা। ম্যাচটি বিনামূল্যে দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

bangladesh v hong kong LIVE CRICKET TODAY

bangladesh v hong kong LIVE CRICKET TODAY LINK,,1 https://crichdstreaming.com/player.php?id=willowextra LINK,,, 2. https://crichdstreaming....