মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপাজয়ী গোলকিপারের হঠাৎ অবসর ঘোষণা

 


আর্জেন্টিনার গোলরক্ষকের নাম নিলেই সবার আগে উঠে আসে এমিলিয়ানো মার্তিনেজের কথা। তবে মার্তিনেজের ছায়া হয়ে যিনি ছিলেন তিনি ফ্রাঙ্কো আরমানি। নিয়মিত স্কোয়াডে ডাকা হলেও আরমনির বেশির ভাগ সময় কেঁটেছে বেঞ্চে। মার্তিনেজের কারণে মূল একাদশে সুযোগ পেয়েছেন কম।

তবে মার্তিনেজের মতোই আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জয়ী এ গোলকিপার। অবশেষে অবসরের ঘোষণা দিলেন আরমনি। ৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরমনির আর্জেন্টিনা দলে অভিষেক হয় ২০১৮ বিশ্বকাপে। ২০১৯ কোপা আমেরিকাতে গোলকিপার ছিলেন এ আর্জেন্টাইন। লিওনেল স্কালোনির যুগে তার বড় কীর্তি ২০১৯ কোপা আমেরিকাতে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি সেভ করা।

আরমনির জাতীয় দলের অভিষেকের পর এ গোলকিপার খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ। যার মধ্যে ৮ ম্যাচে গোলপোস্টকে অক্ষত রাখেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই হলুদকার্ড দেখেছেন আরমানি।

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি। আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে খেলেছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

inter miami vs psg club world cup live match

                                           inter miami vs psg club world cup live match ⚽ Match Preview This match marks Lionel Messi's ...