ভারতীয় চিকিৎসক মৌমিতা হত্যার বিচার চেয়ে মোমবাতি প্রজ্বলন
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতাকে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারতজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (১৬ই আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘উই আর মৌমিতা’ শীর্ষক কর্মসূচি পালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার তনু ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং কলকাতার মৌমিতাকে ধর্ষণের পর হত্যার কারণ হিসেবে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা দায়ী।
দেশে ঘটে যাওয়া সমস্ত ধর্ষণ এবং হেনস্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা বলেন, কলকাতায় ঘটে যাওয়া মৌমিতা ধর্ষণ ও হত্যাকাণ্ডকে আমরা ঘৃণ্যভাবে দেখি। আমরা এই বর্বরোচিত ঘটনার নিন্দা এবং এর বিচারের দাবি জানাই। বিগত বছরগুলোতে বাংলাদেশে নারীদের যেসব ধর্ষণ ও হেনস্তার ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানাই। আমরা এই আস্থা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখি। আশা করি তারা এই আস্থা ধরে রেখে এসব মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন