ভারতীয় চিকিৎসক মৌমিতা হত্যার বিচার চেয়ে মোমবাতি প্রজ্বলন

 


ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতাকে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারতজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

 শুক্রবার (১৬ই আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘উই আর মৌমিতা’ শীর্ষক কর্মসূচি পালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার তনু ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং কলকাতার মৌমিতাকে ধর্ষণের পর হত্যার কারণ হিসেবে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা দায়ী।

 দেশে ঘটে যাওয়া সমস্ত ধর্ষণ এবং হেনস্তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা বলেন, কলকাতায় ঘটে যাওয়া মৌমিতা ধর্ষণ ও হত্যাকাণ্ডকে আমরা ঘৃণ্যভাবে দেখি। আমরা এই বর্বরোচিত ঘটনার নিন্দা এবং এর বিচারের দাবি জানাই। বিগত বছরগুলোতে বাংলাদেশে নারীদের যেসব ধর্ষণ ও হেনস্তার ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানাই। আমরা এই আস্থা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখি। আশা করি তারা এই আস্থা ধরে রেখে এসব মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করবে। 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুগ্ধর কথা বলতে গিয়ে লাইভ টকশোতে কাঁদলেন উপস্থাপিকা

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচটি লাইভ দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল ম্যাচটি দেরিতে শুরু হওয়ার কারন