সোমবার, ৫ আগস্ট, ২০২৪

মা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না।

টানা ১৬ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিন্তু কিছু লোক বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় মা (শেখ হাসিনা) এতেটাই হতাশ হয়েছেন যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না।

সোমবার (৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একথা জানান।


শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ  বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, তার মা গতকাল (রোববার) থেকেই পদত্যাগ করার কথা ভাবছিলেন। পরে পরিবার জোর দেওয়ার পরে তিনি দেশ ছেড়েছেন।

তিনি বলেন, মা (শেখ হাসিনা) বাংলাদেশকে ঘুরে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র, একটি দরিদ্র দেশ ছিল। টানা ১৬ বছর ক্ষমতায় থেকে তিনি দেশকে এশিয়ার একটি উদীয়মান দেশে পরিণত করেছেন। মা খুবই হতাশ।

ছাত্র হত্যার অভিযোগ অস্বীকার করে জয় বলেন, আপনারা পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করার দৃশ্য দেখেছেন। যখন মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

real madrid vs osasuna live stream

The La Liga match between Real Madrid and Osasuna is scheduled for Tuesday, August 19, 2025, with kickoff at 9:00 PM CEST (3:00 PM EDT). [1]...