বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী


 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শুভেচ্ছে জানান তিনি।

পোস্টে নরেন্দ্র মোদী বলেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা রইলো। বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসাবে বলে আমরা আশা করি। পাশাপাশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিতেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ভারত উভয় দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া নয়টার পর বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাকি তিনজন উপদেষ্টা ঢাকার বাহিরে থাকায় এদিন শপথ নিতে পারেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

real madrid vs osasuna live stream

The La Liga match between Real Madrid and Osasuna is scheduled for Tuesday, August 19, 2025, with kickoff at 9:00 PM CEST (3:00 PM EDT). [1]...