শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সাঈদীর খুনের বদলা নেব : মাসুদ সাঈদী

  প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৬:৩৮ এএম|

আল্লামা সাঈদীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মাসুদ সাঈদী।

জামায়াতে ইসলামের মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর খুনের বদলা নেব বলে মন্তব্য করেছেন তার ছোট ছেলে মাসুদ সাঈদী।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পিরোজপুরস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘আল্লামা সাঈদীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার আমার আব্বাকে কারাগার থেকে টেনে হাসপাতালে এনে মাত্র ৭ থেকে ৮ ঘণ্টার ব্যাবধানে পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা আব্বাকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা ওই হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরেছি কেঁদেছি। একটিবারের জন্য স্বাক্ষাৎ করতে চেয়েছি। কিন্তু ওই আমাদের স্বাক্ষাৎ করতে দেয়নি। তাকে হত্যা করার পর তার মৃতদেহ আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আব্বার মুখের শেষ কথাটাও শুনতে পারি নাই।

এ সময় দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী বলেন, গত ১৫ বছর বুকে পাথর চেপে থাকা এই সরাকারের কারণে আমরা ঘরের ভেতরেও কথা বলার সুযোগ পাইনি। এই নিরাপরাধ ব্যক্তিকে (সাঈদী) ১৩টি বছর কারাগারের মধ্যে বন্দি রেখে তাকে শেষ পর্যন্ত ফাঁসি দিতে পারে নাই। তারপর তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে তাকে হত্যা করে।

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি শামীম সাঈদীর সভাপতিত্বে শনিবার বিকেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের এ সভায় পিরোজপুরের হাজার হাজার মানুষ উপস্থিত হয়। বিকেল ৪টার আগেই পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের মাঠ কানায় কানায় ভরে যায়। আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক ও পৌর আমির আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আল্লামা সাঈদীর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দীন আল রাজী, পিরোজপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ফরিদ, যুদ্ধকালীন ইয়ং অফিসার বীর মুক্তিযোদ্ধা কমিশনার আব্দুস সালাম বাতেন, যুদ্ধকালীন ইয়ং অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনানসহ আরও অনেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

chelsea vs psg live match today

                                                           chelsea vs psg live match today Introduction:   European football has seen its fa...