শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

৫ আগস্টের পর গিরগিটির মতো অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে: সারজিস আলম

 

  মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সারজিস আলম। শুক্রবার দুপুরে মাদারীপুর পৌরসভার সম্মেলনকক্ষে


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘৫ আগস্টের পর গিরগিটির মতো অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। আমাদের থেকে তাদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদের আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজ খেয়ে ফেলবে। দেশের অনেক জেলায় এমনটা হচ্ছে।’

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার সম্মেলনকক্ষে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সারজিস আলম এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘কেউ কল্পনা করতে পারে নাই, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। শেখ হাসিনার নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল। এ ছাড়া সবকিছুই দেশে হয়েছে। শেখ হাসিনার মতো মানুষের পতন হওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। পালিয়ে যাওয়ার সময় নেতা-কর্মীদের নিয়েও যেতে পারেন নাই।’

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সারজিস আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেটা ভেঙে গেছে। তবে সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এ জন্য সবাইকে এক থাকতে হবে। মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটআপ, অল্পকিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।’

ছাত্রদের মধ্যে কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করলে কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে তাঁদের বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা লাইভ ম্যাচের লিংক

 আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা লাইভ লিংক




আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা ম্যাচটি লাইভ দেখতে চাইলে আপনাকে এই এপসটি ডাউনলোড করতে হবে।


HD তে দেখতে পারবেন তাই দেরি না করে এখনি এপসটি ডাউনলোড করুন


নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।👇



শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফাইনাল ম্যাচ, Argentina vs Braz Final Match Live.


আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফাইনাল ম্যাচটি দেখতে চাইলে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন 
Click on the link below to watch Argentina vs Brazil final match 



শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

Paul Pogba The ban has been reduced to 18 months.

 

Paul Pogba has four-year drug ban reduced to 18 months after successful appeal at Court of Arbitration for Sport   


Juventus midfielder Paul Pogba was handed a four-year ban in March for a doping offence; Pogba was provisionally suspended in September 2023 after testing positive a month earlier for dehydroepiandrosterone (DHEA); the 31-year-old had been set to not play football until August 2027


Pogba, who tested positive for dehydroepiandrosterone (DHEA) in the first game of the 2023/24 season, is free to start playing for Juventus again from March next year.

Italy's National Anti-Doping Tribunal (TNA) accepted the request of the Anti-Doping Prosecutor's Office to hand out a four-year ban last March, which is the standard length of ban under the World Anti-Doping Code (WADA). It meant Pogba would not have returned to football until March 2027.

The €5,000 (£4,179) fine imposed on Pogba has been set aside and CAS will officially announce the ban reduction on Monday.

A four-year anti-doping ban can be reduced in cases where an athlete can prove it was not intentional, was the result of contamination, or if they can provide "substantial assistance" to help investigators.

How did Pogba get banned?

The 31-year-old was suspended as a precaution in September 2023 after testing positive for DHEA - a compound that promotes the production of hormones in the body including testosterone - following Juventus' game at Udinese on August 20.

The France international did not play in the Serie A match but was on the bench. He then made substitute appearances for Juventus against Bologna on August 27 and Empoli on September 3, before his suspension was announced.

"Paul Pogba is desperate to get back to playing football and is determined to make up for lost time. The past 14 months have been a total nightmare.


"He sees the ban reduction as good and bad news. It's good because it means he can play again but bad because he has to wait until January to train and March to play. He has been keeping fit at home following his own personal training plan.


"Pogba has been inundated with messages of support today from players and managers. He believes the positive test for DHEA was a totally innocent mistake caused by taking a nutritional supplement.


"His lawyers argued that the supplement he took causes the body to naturally produce testosterone but it has been proven that it only boosts testosterone levels in females.


"That said, DHEA is on the WADA banned list and athletes are responsible for what they put in their body."

See more...


বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

Argentina vs France Futsal World Cup Live

 Link Click 

https://www.plus.fifa.com/en/?gl=bd

যুদ্ধ ছড়িয়ে পড়লে সংকটে পড়বে ভারতের জ্বালানি নিরাপত্তা, বাংলাদেশে কী হতে পারে

 


মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়লে বড় ধরনের সংকটের মুখে পড়বে ভারতের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা। যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রতিবেশী বাংলাদেশকেও। প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিকস টাইমসের বুধবার (২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে নিজস্ব চাহিদার সিংহভাগ জ্বালানি তেল এবং গ্যাস আমদানি করে ভারত। 

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জেরে কয়েক ঘণ্টার ব্যবধানে বুধবার (২ অক্টোবর) পাল্টা হামলার ঘোষণা দেয় ইসরায়েল ও এর ঘনিষ্ঠমিত্র যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ লাফিয়ে উঠে। আরও বেশি সংখ্যক ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননে মোতায়েনের ঘোষণা দেয়ার পর চলমান সংঘাত আরও তীব্রতর হয়ে উঠে। সেই সঙ্গে সংঘাত নিরসনের পথ কঠিন হয়ে উঠে। 

এতে বিশ্ববাজারে জ্বালানির দাম সর্বোচ্চ ৩ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৭৫ দশমিক ৮২ ডলার। ডব্লিউটিআই ক্রুড-এর দাম ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে হয় ৭২ দশমিক ২২ ডলার। এই দুই ধরনের জ্বালানির দাম শুরুতে ৫ শতাংশ বাড়লেও দিন শেষে তা হয় ২ দশমিক ৫০ শতাংশ। 

এই উচ্চ মূল্য তেল ও গ্যাস আমদানি করলে ভারতের মুদ্রাস্ফীতি আরও তীব্রতর হবে সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়বে। জ্বালানি চাহিদার একটি বড় অংশ রাশিয়া থেকে মেটালেও এখনও ভারতের আমদানি মধ্যপ্রাচ্যনির্ভর।
আগস্টের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত জ্বালানি মোট আমদানির ৪৪ দশমিক ৬০ শতাংশ। আর রাশিয়া থেকে আনা হয় ৩৬ শতাংশ।  

বাংলাদেশে যেভাবে প্রভাব পড়তে পারে: ভারতে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে তাদের ডিজেলের দামে বড় ধরনের ফারাক তৈরি হয়। এর ফলে সীমান্ত এলাকায় ডিজেলের চোরাচালান আচমকাই বেড়ে যায়। এমন চিত্র গত দশকে বিভিন্ন সময় দেখা গেছে।

 সম্প্রতি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যদিও দাবি করে ডিজেল পাচারের ঘটনা এখনও ততটা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু এই চোরাচালানের ফলে এর মধ্যেই বিপুল রাজস্ব হারাতে শুরু করেছে - এবং সীমান্ত এলাকার পেট্রোল পাম্পগুলোতে তারা মনিটরিংও শুরু করেছে। ভারতেও অর্থনীতিবিদরা বলছেন, ভারত যতদিন না জ্বালানি তেলে শুল্ক ও করের পরিমাণ কমাবে ততদিন এই পাচারের সমস্যা থেকেই যাবে।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে বাংলাদেশেও জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে সরকার। তারপরও ভারতের সঙ্গে বাংলাদেশে জ্বালানি তেলের দামের বিশাল ব্যবধান থেকে যায়। গত মাসের হিসেবে ভারতের কলকাতা ও বাংলাদেশের মধ্যে ডিজেল-পেট্রল লিটারপ্রতি পার্থক্য ২২ থেকে ২৫ টাকা। দামের এই বিশাল পার্থক্যের কারণেই বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল অবাধে পাচার হয় ভারতে।

পরিস্থিতি সামাল দিতে, দুই দেশের দামের পার্থক্য পাঁচ টাকার মধ্যে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলছেন, ভারতে ডিজেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি। এমন পরিস্থিতিতে চোরাচালান বাড়াটাই স্বাভাবিক। তাই দুই দেশের মধ্যে তেলের দামের পার্থক্য কমিয়ে আনতে হবে। এতে তেল পাচারের ঝুঁকিও কমবে।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে সুদূর বাংলাদেশেও জ্বালানি নিরাপত্তা ভেস্তে যেতে পারে। সেইসঙ্গে ঝুঁকি বেড়ে যেতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সমকালে প্রকাশিত তার বিশ্লেষণধর্মী নিবন্ধ 'ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে' তিনি এমন শঙ্কার কথা তুলে ধরেন। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, বাংলাদেশ তার মোট চাহিদার সিংহভাগ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকেই সংগ্রহ করে থাকে। যুদ্ধাবস্থা বিরাজমান থাকায় তেলবাহী জাহাজগুলো সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এতে তেল পরিবহনে দেশগুলোকে অতিরিক্ত অর্থ গুনতে হবে। ফলে তেল আমদানির খরচ বেড়ে যাবে। আর দীর্ঘ সময় ধরে এ যুদ্ধ চললে তা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

chelsea vs psg live match today

                                                           chelsea vs psg live match today Introduction:   European football has seen its fa...